নরসিংদীতে আটক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

আগের সংবাদ

‘তোরে আমি কি জন্য একা যাইতে দিলাম’

পরের সংবাদ

স্বেচ্ছাশ্রমে ২শ মিটার রাস্তা নির্মাণ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা নির্মাণ করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল মাদ্রাসা মোড় থেকে দিঘিপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ২০০ মিটার কাঁচা রাস্তা মাটি কেটে নির্মাণ করা হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য আয়নাল মণ্ডলের নেতৃত্বে সাগরইল এবং দিঘিপাড়া গ্রামবাসী এদিন সকাল থেকে শতাধিক নারীপুরুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোদাল দিয়ে মাটি কেটে এ রাস্তা নির্মাণ করেন। স্থানীয় গ্রামবাসী রেজাউল করিম, আহম্মেদ আলী, মোতালেব হোসেন, লুৎফর আলী ও হাজী সাদেক আলীসহ অন্যরা জানান, এ কাঁচা রাস্তাটি নির্মাণ করার ফলে সাগরইল এবং উত্তর দিঘিপাড়া গ্রামবাসীর চলাচলের পথ সুগম হলো। গ্রামবাসী জানায়, এ রাস্তা নির্মাণের আগে প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে স্থানীয় সাগরইল বাজারে যাতায়াত করতে হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে দীর্ঘদিনের এ রাস্তার সমস্যা সমাধান হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়