নরসিংদীতে আটক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

আগের সংবাদ

‘তোরে আমি কি জন্য একা যাইতে দিলাম’

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : আট কোটি টাকার চোরাই শাড়িসহ আটক ৫

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলা জেলার ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীর তুলাতুলি লঞ্চঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ কোটি টাকার অবৈধ বিদেশি ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, ১ হাজার ২২ পিস থ্রি পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫ হাজার ৭৯২ পিস শাল, ১ হাজার ৪০০ পিস ওড়নাসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি।
আটককৃতরা হলো- মো. নূর ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মো. শহীদ শেখ ও মো. লিটন। আটক চোরাকারবারি ও জব্দ কাপড়গুলো ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়