নরসিংদীতে আটক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

আগের সংবাদ

‘তোরে আমি কি জন্য একা যাইতে দিলাম’

পরের সংবাদ

আকাশ তুমি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আকাশ তুমি কত্তো বড় বিশাল তোমার বুক
কখনো হও দূরের পাহাড় কিংবা নদীর মুখ।
এই সাদা মেঘ এই কালো মেঘ মেঘে মেঘে মেলা
তোমার বুকে চাঁদ সূর্য লক্ষ তারার খেলা।
মুখটা তোমার গাঢ় হলে বৃষ্টি ঝরে পড়ে
রংধনুতে সাজলে তুমি মনটা কেমন করে।
তুমি যখন নামতে থাকো দূর পাহাড়ের গায়ে
কিংবা ধরো হিজলতলীর স্বপন মাঝির নায়ে-
তোমায় নিয়ে কত্তো কথা সবার মুখে মুখে
একটু খানি নামতে যদি কাজল মাটির বুকে।
কিংবা খানিক সোনালি রোদ আলতো গায়ে মেখে
আসতে যদি আমার বাড়ি স্বপ্ন ছোঁয়া এঁকে…
বন্ধু হতে হাত বাড়ালে হারিয়ে ফেলি খেই
গাছের ডালে আসলে যখন চমকে উঠি সেই।
বললে তুমি- ভয় পেয়ো না বিশাল হবে আসো
বৃষ্টি জলে ভিজিয়ে দিয়ে চুপটি করে হাসো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়