টাইগ্রেসদের উড়ন্ত সূচনা পাকিস্তানকে হারিয়ে

আগের সংবাদ

খুনোখুনি নিয়ে দুশ্চিন্তায় পুলিশ : অবৈধ অস্ত্রের পাশাপশি বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার > চলছে পুলিশের বিশেষ অভিযান

পরের সংবাদ

শ্রীপুরের ৮ ইউপি নির্বাচন : নৌকা পেতে তৎপর ১০১ নেতা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তৎপর হয়ে উঠেছেন। সবশেষ গতকাল সোমবার প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম নিজ নিজ ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির কাছে জমা দিয়েছেন। দলীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোমবারও অনেক ইউনিয়ন পরিষদের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন ফরম জমা দেয়ার কাজটি শেষ করেছেন। একইদিন উপজেলা আওয়ামী লীগের কমিটির কাছে সেগুলো জমা দেয়া হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য চলতি বছরের মার্চে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ইউনিয়নগুলোতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৮২২ জন। সোমবার সবশেষ উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়নের জন্য ১০ জন প্রার্থী তাদের ফরম জমা দিয়েছেন। ছাতিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রার্থীদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, সাধারণ সম্পাদক লিয়াকত ফকির, তোফাজ্জল হোসেন, আব্দুস ছাত্তার আবুল প্রমুখ। প্রার্থীরা নৌকা প্রতীক নিজেদের পক্ষে পাওয়ার ক্ষেত্রে সবাই শতভাগ আশাবাদী। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর হিমু বলেন, দলীয় নৌকা প্রতীক পাওয়ার জন্য বা দলীয় মনোনয়নের জন্য ১০১ জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কমিটির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের ফরমগুলো ২২ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কাছে জামা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়