টাইগ্রেসদের উড়ন্ত সূচনা পাকিস্তানকে হারিয়ে

আগের সংবাদ

খুনোখুনি নিয়ে দুশ্চিন্তায় পুলিশ : অবৈধ অস্ত্রের পাশাপশি বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার > চলছে পুলিশের বিশেষ অভিযান

পরের সংবাদ

তা র কা লা প : ‘আশা করছি সিনেমাটি দিয়ে দর্শক খরা কাটবে’

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

জান্নাতুল ফেরদৌস ঐশী।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে তারকাখ্যাতি পান। সম্প্রতি অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার : শাহনাজ
মিশন এক্সট্রিম মুক্তি পেতে
যাচ্ছে। কেমন লাগছে?
আগামী ৩ ডিসেম্বর বিশ্বের কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে আমাদের ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি। এই মুহূর্তে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত রয়েছি। একটা ভালো সিনেমায় করেছি, সেই সিনেমা এখন দর্শকের সামনে যাবে। ঠিক যেন পরীক্ষার ফলাফল প্রকাশের দিনটির মতো উত্তেজনা কাজ করছে। দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে- সেটাই ভাবছি। আশা করছি দর্শক সিনেমাটি গ্রহণ করবেন।

ক্রিকেট মাঠে আপনাদের দেখা
গেছে। এ প্রসঙ্গে জানতে চাই
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে শনিবার বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখেছি এবং ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রচারণা চালিয়েছি। আমাদের সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে বিদেশে গিয়ে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। তাই মনে হয়েছে ক্রিকেট মাঠে গিয়ে নিজেদের সিনেমার প্রচার করি। ম্যাচ চলাকালীন সময়ে ধারাভাষ্য দেয়ার সময়ও আমাদের সিনেমার কথা বলেছেন ধারাভাষ্যকারেরা। এছাড়া টিভি পর্দায়ও আমাদের প্রচারণা দেখানো হয়েছে।

এই সিনেমা নিয়ে দর্শকের কাছে কী প্রত্যাশা?
করোনা পরিস্থিতির কারণে অনেক দিন সিনেমা হল বন্ধ ছিল। করোনা পরবর্তী সময়ে একটা বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। এই সিনেমা দেখতে দর্শক হলে যাবেন বলেই বিশ্বাস করি। বাংলা সিনেমায় এখন দর্শক খরা চলছে। এই সিনেমা মধ্য দিয়ে সেটা কাটবে বলে মনে করি। দর্শকের কাছে শুধু এটুকুই প্রত্যাশা, সবাই সিনেমা হলে গিয়ে ‘মিশন এক্সট্রিম’ দেখবেন।

এরই মধ্যে তো সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। সাড়া কেমন পেয়েছেন?
সিনেমাটির ট্রেলার দেখেই দর্শকের প্রত্যাশা আরো বেড়েছে। অনেকেই প্রশংসা করেছেন। দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখে কী প্রতিক্রিয়া জানান, এখন সেটা জানার জন্যই অপেক্ষা করছি। আমার বিশ্বাস তারা অনেক দিন পর হলে গিয়ে সিনেমাটি দেখে মুগ্ধ হবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়