টাইগ্রেসদের উড়ন্ত সূচনা পাকিস্তানকে হারিয়ে

আগের সংবাদ

খুনোখুনি নিয়ে দুশ্চিন্তায় পুলিশ : অবৈধ অস্ত্রের পাশাপশি বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার > চলছে পুলিশের বিশেষ অভিযান

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের স্বত্ব দখলীয় জমিতে নির্মাণাধীন মার্কেট জেলাবারের অনুকূলে হস্তান্তর এবং আইনজীবীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবিতে ও বিচার প্রার্থী জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে রাজবাড়ী বার ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাধারণ আইনজীবী পরিষদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট উমর আলী। এ সময় বক্তব্য রাখেন- জেলা বারের সভাপতি এডভোকেট স্বপন কুমার সোম, এডভোকেট মাহবুব রহমান, বারের যুগ্ম সম্পাদক এডভোকেট খান মো. জহুরুল হক। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, রাজবাড়ী বারের জমিতে মার্কেট নির্মাণ করা হচ্ছে। রাজবাড়ী বারের ২০০ বছরের দখলীয় জমিতে মার্কেট নির্মাণের প্রতিবাদে উচ্চ আদালতে রিটও করা হয়েছে। আইনজীবীরা দাবি করেন তাদের জমিতে নির্মাণাধীন মার্কেট আইনজীবীদের অনুকূল হস্তান্তর করা হোক। সেই সঙ্গে আইনজীবীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবি জানান তারা।
পাম্প বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়া উপজেলায় সরকারের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১৬টি সমিতির আওতায় বিনামূল্যে ১৬টি সেচ পাম্প মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কৃষি অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে সেচ পাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার। এ সময় কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনায় নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর ইউর্টান এলাকায় ঢাকাগামী প্রাইভেট কার ধাক্কায় সানাউল্লাহ (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার মস্তাননগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ে পাঠদান করতেন। সানাউল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া উত্তর যশপুর এলাকার মৃত্যু শফিউল্লাহর ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মনির বলেন, সানাউল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষক প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৯১৮৬৮) গাড়িটি আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
বিদায় সংবর্ধনা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গতকাল সোমবার মাদ্রাসা মাঠে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) মোছা. শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. হাবিবুন ফাতেমা পপি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল হাসান মোহাম্মদ এনামুল হক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, আলম ফরাজী, নান্দাইল কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম। এছাড়া আরো বক্তব্য রাখেন মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো, আব্দুল আউয়াল, সাবেক অধ্যক্ষ মাও. রফিকুল ইসলাম, আলিম পরীক্ষার্থী মাসুদুর রহমান, দাখিল পরীক্ষার্থী নোমান প্রমুখ।
কর্মশালা
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইড ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, ইউপি সদস্য হায়দার আলী, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর প্রতিমা রাণী চক্রবর্ত্তী, উপজেলা কৃষিপণ্য উৎপাদক সমিতির উপজেলা সভাপতি নাজমুল হাসান লাজু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়