টাইগ্রেসদের উড়ন্ত সূচনা পাকিস্তানকে হারিয়ে

আগের সংবাদ

খুনোখুনি নিয়ে দুশ্চিন্তায় পুলিশ : অবৈধ অস্ত্রের পাশাপশি বেড়েছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার > চলছে পুলিশের বিশেষ অভিযান

পরের সংবাদ

চট্টগ্রামে ২০ মাসের মধ্যে প্রথম করোনায় শনাক্ত-মৃত্যু শূন্য দিন

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে করোনা শনাক্ত শুরুর পর থেকে গত ২০ মাসে প্রথমবারের মতো চট্টগ্রাম জেলায় একদিনে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় নেমেছে। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার সাতটি ল্যাবে ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে কোভিড শনাক্ত হয়নি। নতুন করে কেউ করোনায় মারাও যাননি। গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় প্রথম করোনার কোনো রোগী শনাক্ত হয়নি।
সরকারি হিসাব অনুযায়ী চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট এক লাখ দুই হাজার ৩৫০ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০০ জন। করোনা শনাক্তদের মধ্যে মারা গেছেন মোট এক হাজার ৩৩০ জন। এর মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়