গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

বেড়েছে শনাক্ত : মৃত্যুহীন দিনের পরই সাত মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুশূন্য দিনের পরদিনই এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭ জন। বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যাও। বেড়েছে পরীক্ষাকৃত নমুনার সংখ্যা। গতকাল রবিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৩৫টি। ১৯৯ জনের নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ। সুস্থ হয়েছেন ১৯২ জন। ৭ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার ১৫ হাজার ১০৭টি নমুনা পরীক্ষায় ১৭৮টি নমুনায় সংক্রমণ ধরা পড়ে। রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ। এদিন কারোর মৃত্যু হয়নি। শুক্রবার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ১২৪টি। সংক্রমণ ধরা পড়ে ২৫৩ জনের নমুনায়। শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। আর মৃত্যু হয়েছে ৭ জনের। বৃহস্পতিবার ১৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয় ২৪৪ জন। মৃত্যু হয় ৫ জনের। শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। সুস্থ হয়েছিল ২৯৪ জন। বুধবার নমুনা পরীক্ষায় হয় ১৯ হাজার ৬৭০টি। ২৬৬ জনের নমুনায় সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। মৃত্যু হয়েছিল ৬ জনের।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৭৯৭টি। শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৫৩ জনের। এর মধ্যে ১৭ হাজার ৮৯৩ জন পুরুষ এবং নারী ১০ হাজার ৬০ জন।
২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী। ৬ জন সরকারি হাসপাতালে, ১ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। বয়স বিবেচনায় আশি ঊর্ধ্ব ১ জন, সত্তরোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়