গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

বিমানবাহিনী : মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিমানবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গতকাল রবিবার ঢাকা সেনানিবাসে বিএএফ ঘাঁটি বাশার সংলগ্ন শাহীন সিনেমা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আইএসপিআর
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি বিইউপি এনএসডব্লিউসি এফএডব্লিউসি পিএসসি ওই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে বিমানবাহিনীর আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বিমানবাহিনীর আধুনিকীকরণ শুরু করেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আধুনিকায়ন বেগবান হয়েছে। এ মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মিত হলে বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক সভা-সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করার সক্ষমতা বাড়বে।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়