গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

বালিয়কান্দি : ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : বালিয়াকান্দি উপজেলায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভাটা মালিককে ২ লাখ টাকার জরিমানা করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহার নির্দেশনায় গত শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইটভাটায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।
এ সময় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় মেসার্স রাবেয়া ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের মাধ্যমে ইটভাটার আগুন নিভিয়ে ও কাঁচা ইট বিনষ্ট করে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব?্যাহত থাকবে বলে আদালত জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়