গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

বাউফলে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফলে চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইসমাইল গাজীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল কেশবপুর গ্রামের মৃত সায়েদ আলী গাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ৪টি বল্লম, ৪টি পাইপ, ৩টি রামদা, ২টি চাকু, ১টি ট্রিল মেশিন, ৬টি রেইঞ্জ এবং ১টি প্লাসসহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বেশকিছু দিন ধরেই ইসমাইলকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সে তেঁতুলিয়া নদীতে জেলেদের ট্রলারেও ডাকাতি করে বলে অভিযোগ রয়েছে। রবিবার ইসমাইল অস্ত্রপাতি নিয়ে কোথাও ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন জানান, ইসমাইলের নামে বাউফলসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়