গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

প্রাইম ব্যাংকের ২০০ কোটি টাকা বিনিয়োগ

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রাইম ব্যাংক বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) প্রেফারেন্স শেয়ারে ২ বিলিয়ন বা ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
অনুষ্ঠানে ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশীদ এবং চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, প্রাইম ব্যাংক দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাসিলিটি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। আমি বিশ্বাস করি বিদ্যুৎ খাতে প্রাইম ব্যাংকের ক্রমাগত বিনিয়োগ দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখবে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়