গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

পীরগাছায় এক রাতে ৮ গরু চুরি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : পীরগাছা উপজেলায় গত শনিবার গভীর রাতে আব্দুল খালেকের ৪টি গরু ও ৪টি বাছুর চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন থেকে ওই ইউনিয়নে গরু চুরি বৃদ্ধি পেলেও ফিরে পায়নি কেউ। শনিবার রাতে ঘটনায় আব্দুল খালেক এখন দিশেহারা। বিষয়টি নিয়ে পুলিশ কয়েকটি স্থানে অভিযান চালালেও উদ্ধার করতে পারেনি গরুগুলো। পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামের মৃত তাহারত উল্লাহর ছেলে আব্দুল খালেক দীর্ঘদিন থেকে গরু লালনপালন করতেন। তার খামারে ৪টি বিদেশি জাতের দুগ্ধবতী গরু ও ৪টি বাছুর ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। প্রতিদিন ৪০-৫০ লিটার দুধ বিক্রি করে চলত আব্দুল খালেকের সংসার। শনিবার সেই দুধের গোয়ালে হানা দিয়েছে চোরেরা। রাতে আব্দুল খালেক ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে গোয়াল ঘরের তালা ভেঙে ৮টি গরুই নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক শাহজাহান মিয়া বলেন, সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু গরু পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই চোর শনাক্ত ও গরু উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়