গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

দশমিনায় আ.লীগ নেতাসহ ১৬ জনের নামে মামলা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহামুদ লিটনসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দশমিনা। মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। দশমিনা থানায় দায়ের করা মামলা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাঙ্গাবালী থেকে ঢাকাগামী জাহিদ-৩ লঞ্চের স্টাফ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দশমিনার হাজিরহাট লঞ্চঘাটের সুপার ভাইজার নিয়োগ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় গত শনিবার জাহিদ-৩ লঞ্চের ক্যাশিয়ার মো. ইউসুফ ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে দশমিনা থানায় মামলা দায়ের করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্টো বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে মিছিল, সমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান স্থানীয় সংবাদকর্মীদের বলেন, ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়