গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

কমিউনিটি ব্যাংকে ফের নিয়োগ পেলেন মসিউল হক চৌধুরী

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মসিউল হক চৌধুরীকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২য় মেয়াদে নিয়োগ দিয়েছে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত হয়েছে। পরবর্তী ৩ বছরের তার ২য় মেয়াদ ১ ডিসেম্বর ২০২১ থেকে কার্যকর হবে। কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকেই মসিউল হক চৌধুরী ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেপ্টেম্বর ২০১৯ এ বানিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে তার নেতৃত্বে কমিউনিটি ব্যাংক ১৮টি শাখা, ১৬৫টি নিজস্ব এটিএম/সিআরএম, ২৪/৭ কলসেন্টার ও ১১০টি সার্ভিস ডেস্ক নিয়ে দেশের ৬৪টি জেলায় নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে। মসিউল হক চৌধুরীর ২য় মেয়াদে নিয়োগ কমিউনিটি ব্যাংকের চলমান উৎকষের্র পথে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। মসিউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স শেষ করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। তার ৩০ বছরের বর্ণিল কর্মজীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটিব্যাংক এন এ, আইপিডিসিসহ দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়