গুলশানের ইউনিমার্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগের সংবাদ

ধাক্কা কাটিয়ে চাঙ্গা অর্থনীতি

পরের সংবাদ

আচরণবিধি লঙ্ঘনে ৫ প্রার্থীর জরিমানা : হোমনা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় হোমনা উপজেলায় পাঁচ প্রার্থীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান অদালত। আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান গত শনিবার বিকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এতে জয়পুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সাত্তারকে (আনারস) ৬ হাজার টাকা, ভাষানিয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আউয়ালকে (নৌকা) ৮ হাজার টাকা, একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সাদেক সরকারকে (আনারস) ৫ হাজার টাকা এবং ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আমির হোসেনকে (মোরগ) ১ হাজার টাকা ও ঘাড়মোড়া ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মাজেদা বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৮ নভেম্বর উপজেলার ৯ ইউপির ভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়