মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ১২৪

আগের সংবাদ

যোগ্যরা নৌকা পাননি যে কারণে : ‘বিদ্রোহী’ তকমায় মনোনয়ন পাচ্ছেন না জনপ্রিয়রা, আর্থিক কারণেও যোগ্যদের নাম আসছে না কেন্দ্রে

পরের সংবাদ

ড. হাছান মাহমুদ : ফখরুলের ভাষ্যে মনে হয় আইন-আদালত দরকার নেই

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বিএনপির দাবি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হচ্ছে আইন-আদালত কোনো কিছুরই দরকার নেই, সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারবে।’
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। শঙ্করমঠ ও মিশনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
‘সরকার চাইলে খালেদা জিয়াকে বিদেশ নিতে পারবেন’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। আর মির্জা ফখরুলের বক্তব্যে মনে হচ্ছে আইন-আদালত কোনো কিছু দরকার নেই, সরকারকে হাইকোর্ট, জজকোর্ট, সুপ্রিমকোর্ট সব কিছুর ভূমিকা পালন করতে হবে। যেটি কখনো সম্ভব নয় এবং সমীচীন নয়।’
তিনি বলেন, ‘দুর্গাপূজার সময় যারা দেশে বিভেদ সৃষ্টি করতে চেয়েছে তারা স্বাধীনতার শত্রæ। তাদের পূর্ব পুরুষ আমাদের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা এখনো পাকিস্তানি ভাবধারা মনে ধারণ করে। বিভেদ সৃষ্টিকারীরা দেশের শত্রæ। তাদের চিহ্নিত করতে হবে। অসাম্প্রদায়িক রাষ্ট্রে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।’
শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীমৎ পরমানন্দ মহারাজ।
অনুষ্ঠানো আরো বক্তব্য দেন বিমল কান্তি দাশ, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, দুলাল দে প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়