মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ১২৪

আগের সংবাদ

যোগ্যরা নৌকা পাননি যে কারণে : ‘বিদ্রোহী’ তকমায় মনোনয়ন পাচ্ছেন না জনপ্রিয়রা, আর্থিক কারণেও যোগ্যদের নাম আসছে না কেন্দ্রে

পরের সংবাদ

আজ ব্যাট তুলে রাখবেন তুষার ইমরান

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার তুষার ইমরান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, ‘আগামীকাল প্রথম শ্রেণির ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব। দোয়া করবেন।’ জাতীয় লিগ শুরুর আগেই অবশ্য তিনি ঘোষণা দিয়েছিলেন, এটিই তার শেষ লিগ।
আজ বিকেএসপিতে শুরু হতে যাওয়া আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে বিদায় নিবেন ইমরান। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করছেন তুষার ইমরান। কিন্তু ক্যারিয়ারের শেষ সময়ে এসেও জাতীয় দলে ফেরা হয়নি তার। সর্বশেষ ২০০৭ সালে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তুষার ইমরান।
ঘরোয়া লিগে খুলনার হয়ে ১০৬ বলে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমরান। ফলে ২০০১-এ ওয়ানডে ও ২০০২-এ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের মাধ্যমে জাতীয় দলে অভিষেক হয় তুষারের। সে ম্যাচে তুষার সংগ্রহ করেন ৮ বলে ২৮ রান। সেই ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে ২৮৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। তবে ২০০৭ এরপর আর কোনো ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলা হয়নি। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করেছেন। চালিয়ে গিয়েছেন জাতীয় দলে ফেরার লড়াই।
আন্তর্জাতিক ক্রিকেটে তুষার খেলেছেন পাঁচটি টেস্ট। পাঁচ টেস্টে সংগ্রহ করেছিলেন মাত্র ৮৯ রান। এছাড়া ৪১ ওয়ানডেতে করেছিলেন মোট ৫৭৪ রান।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। সেই সঙ্গে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ ম্যাচে ১১ হাজার ৯৭২ রান করেছেন তিনি। করেছেন ৩২ সেঞ্চুরি ও ৬৩ হাফসেঞ্চুরি। এছাড়া লিস্ট এ ক্রিকেটে এক সেঞ্চুরি ও ৩০ হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৪ হাজার ৪৩৯ রান। ঘরোয়া ক্রিকেটে টানা ভালো পারফর্মের পরও জাতীয় দলে আর ডাকা হয়নি এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
চলমান জাতীয় লিগে আছে তার সেঞ্চুরি। সেই শতকের পর অভিমানী কণ্ঠে বলেছিলেন, ‘এখন আর জাতীয় দলে ফেরার ইচ্ছে কাজ করে না। আমি গত কয়েক মৌসুম অনেক রান করেছি তাতেও ডাক পাইনি টেস্ট দলে। এভাবে খেলে কী লাভ। এর চেয়ে সম্মান থাকতে থাকতে চলে যাওয়াই ভালো মনে করি আমি। এই মৌসুমে হাজার রান করলেও লাভ নেই। খেলে আর কী করব। হয়তো কিছু টাকা পাব কিন্তু টাকার চেয়ে সম্মান বড়।’
চলতি জাতীয় ক্রিকেট লিগে সবশেষ রাউন্ডের ম্যাচটি চোটের কারণে খেলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। রবিবার মাঠে নামতে না পারলে গত ৭ থেকে ১০ নভেম্বরে রংপুরের বিপক্ষে খেলা ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সেই ম্যাচে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরতে হয় তাকে এবং দ্বিতীয় ইনিংসে ১৫ রান সংগ্রহ করেন এই ব্যাটসম্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়