মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ১২৪

আগের সংবাদ

যোগ্যরা নৌকা পাননি যে কারণে : ‘বিদ্রোহী’ তকমায় মনোনয়ন পাচ্ছেন না জনপ্রিয়রা, আর্থিক কারণেও যোগ্যদের নাম আসছে না কেন্দ্রে

পরের সংবাদ

অতুলপ্রসাদ সেন আবু ইসহাক সাহিত্য পুরস্কার

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সম্প্রতি ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের ব্যবস্থাপনায় অতুলপ্রসাদ সেন-আবু ইসহাক সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে । পাঁচটি ক্যাটাগরিতে এ বছর শরীয়তপুরের জ্যেষ্ঠ পাঁচজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া আরো ১০ জনকে সম্মাননা দেয়া হবে। বিজ্ঞপ্তি।
২০২১ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- আঞ্চলিক ইতিহাস রচনায় আবদুর রব শিকদার, উপন্যাসে ফনিন্দ্রনাথ রায়, সার্বিক বিবেচনায় মাহমুদ শফিক, বিজ্ঞান প্রবন্ধে অধ্যাপক এম এ আজিজ মিয়া এবং সংগীতে আব্দুল হালিম বয়াতি (মরণোত্তর)।
এছাড়া শরীয়তপুরের ১০ জন জ্যেষ্ঠ লেখক, সাহিত্যিককে এ বছর সম্মাননা দেয়া হবে।
জুরিবোর্ডের প্রধান মিজানুর রহমান গ্রামসি ও সদস্য সচিব দেওয়ান আজিজ পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।
উল্লেখ্য, শরীয়তপুরের প্রখ্যাত গীতিকার সুরকার অতুলপ্রসাদ সেন ও কৃতী কথাসাহিত্যিক আবু ইসহাকের নামে সংগঠনের পক্ষ থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
শিগগিরই অনুষ্ঠানের আয়োজন করে পুরস্কার বিতরণ ও সম্মাননা কাজ সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়