যে কারণে টিকায় ব্যয়ের হিসাব দিতে নারাজ মন্ত্রী

আগের সংবাদ

কঠিন বার্তা দিল আওয়ামী লীগ : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপস নয় > শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয় > শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য অশনি সংকেত

পরের সংবাদ

রাতে লড়াইয়ে নামছে জায়ান্ট ক্লাবগুলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক বিরতি শেষে আবার শুরু হয়েছে ক্লাব ফুটবল উন্মাদনা। ইউরোপের জাঁকজমকপূর্ণ লিগগুলোর জায়ান্ট ক্লাবগুলো আজ রাতে নামছে মাঠের লড়াইয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবগুলো। এদিকে লা লিগায় বার্সেলোনা, ফ্রেঞ্চ লিগে পিএসজি আন্তর্জাতিক বিরতি শেষ মাঠে নামছে। অন্যদিক বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড আর সিরি’আতে জুভেন্টাস, এসি মিলানের মতো দলগুলো আজ রাতে মাঠে নামছে।
এদিকে আন্তর্জাতিক বিরতি শেষে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি মাঠে নামছে নঁতের বিপক্ষে। তবে দলের দুই তারকা ফুটবলার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়রের ইনজুরির কারণে এই ম্যাচে থাকা নিয়ে রয়েছে সংশয়। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, লিওনেল মেসিকে পুরোপুরি ফিট রেখে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামানোর চিন্তা করছে পিএসজি। আগামী বৃহস্পতিবার ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে মেসিরা। তবে নঁতের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা আছে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের। ১৩ ম্যাচে ১১ জয় এবং সমান এক হার ও ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ দল এখন তারা।
এদিকে আন্তর্জাতিক বিরতি ভালো কাটেনি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে হেরে তার দল কাতার বিশ্বকাপে যাত্রা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। প্লে অফই তাদের একমাত্র আশা-ভরসা। নিজ দেশের মতো একই অবস্থা তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ছয়ে আছে তার দল। ১১ ম্যাচে তারা ৫ জয় পেয়েছে, ২ ম্যাচ ড্র করেছে, হেরেছে বাকি ৪ ম্যাচে। দলের ব্যর্থতা নিয়ে ইতোমধ্যে ক্লাবটির কোচ ওলে গানার সুলশার ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যারি মাগুইরি, ব্রুনো ফার্নান্দেজসহ ৬ ফুটবলারের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যম দ্য মেইল। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাত ৯টায় ওয়াটফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে প্রিমিয়ার লিগের আর দুুই জায়ান্ট ক্লাব চেলসি ও লিভারপুল আছে ভালো অবস্থানেই। ১১ ম্যাচে ৮ জয়, ২ ড্র ও এক হারে ২৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ দল চেলসি। লেস্টার সিটির বিপক্ষে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লড়াইয়ে নামবে রোমেলু লুকাকুরা। অন্যদিকে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে রাত ১১টা ৩০ মিনিটে লিভারপুল মাঠে নামবে আর্সেনালের বিপক্ষে। ১১ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও এক হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সেরা চারে আছেন মোহাম্মদ সালাহরা।
এদিকে স্প্যানিশ লা লিগায় এস্পাইনলের বিপক্ষে আজ রাত ২টায় মাঠে নামছে বার্সেলোনা। জায়ান্ট ক্লাবটির অবস্থা চলতি মৌসুমে মোটেও ভালো নয়। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তাদের অবস্থান নয়ে। এর মধ্যে ৪ ম্যাচে জয়ের দেখা পেলেও ৫ ম্যাচে ড্র ও ৩ ম্যাচে হেরেছে তারা। দলটির সবচেয়ে বড় তারকা আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি গত আগস্টে বার্সা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে যোগ দেন। এর আগে তারা লুইস সুয়ারেজকে হাতছাড়া করে। মেসি ক্যাম্প ন্যু ছাড়ার পর ক্লাবটি আবার তাদের বড় তারকা অ্যান্তোনি গ্রিজম্যানকে ধারে অ্যাতলোটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকেই শুরু দলটির দৈন্যদশা। এদিকে আজ রাতের ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ওসমান ডেম্বেলে ও পেদ্রি একাদশে থাকবেন না বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম মার্কা।
তবে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় খুব ভালো অবস্থানেই আছে আর্লিং হরল্যান্ডের ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ২৪ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে। শীর্ষে আছে জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। আজ রাত সাড়ে ৮টায় তারা মাঠে নামবে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে।
এদিকে ইতালির সিরি’আ লিগে ভালো অবস্থানে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস। চলতি মৌসুমে লিগে তারা খেলেছে ১২টি ম্যাচ। যেখানে তারা জয়ের দেখা পেয়েছে ৫ ম্যাচে, হেরেছে ৪ ম্যাচে। বাকি ৩ ম্যাচে তারা ড্র করেছে।
১৮ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আটে। আজ রাত ১১টায় সিরি’আ লিগে তাদের প্রতিপক্ষ লাজিও। তবে সিরি’আতে খুব ভালো অবস্থানেই আছে এসি মিলান। লিগে ১২ ম্যাচের মধ্যে ১০ ম্যাচেই জয় পেয়েছে তারা। বাকি দুই ম্যাচের ফলাফল ড্র। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তাদের অবস্থান। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল নেপোলি। পয়েন্ট সমান হলেও গোল সংখ্যায় তারা এসি মিলানের চেয়ে এগিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়