যে কারণে টিকায় ব্যয়ের হিসাব দিতে নারাজ মন্ত্রী

আগের সংবাদ

কঠিন বার্তা দিল আওয়ামী লীগ : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপস নয় > শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয় > শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য অশনি সংকেত

পরের সংবাদ

ছুটছেন পূর্ণিমা

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গø্যামার আর সাবলিল অভিনয়ে এখনো ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয় দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন হলো নতুন কোনো সিনেমা নিয়ে পর্দা না মাতালেও দর্শকের ভালোবাসা কমেনি একটুও। বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেন এই লাস্যময়ী অভিনেত্রী। বর্তমানে উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে তাকে। এই নায়িকা এখন ‘বড় মঞ্চের তারকা’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত। অনুষ্ঠানটিতে এরই মধ্যে তিনি অতিথি হিসেবে পেয়েছেন তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শায়ান চৌধুরী অর্ণব, ফেরদৌস আহমেদ, আজমেরী হক বাঁধন ও চঞ্চল চৌধুরীকে। এছাড়া দেশ টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। শিগগিরই অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং শুরু হবে। উপস্থাপনার কাজটি ভীষণ উপভোগ করছেন বলে জানান পূর্ণিমা। তিনি বলেন, ‘হঠাৎ করেই উপস্থাপনায় ব্যস্ত হওয়া। এখন কাজটা করতে গিয়ে বেশ উপভোগ করছি।
দুই দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের মনের মণিকোঠায় ঠাঁই নিয়েছেন তিনি। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছেন। বর্তমান ব্যস্ততার প্রসঙ্গে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘এখন একটু বেছে বেছে কাজ করছেন। অনেকেই বিভিন্ন সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু গল্প এবং সবদিক না মিললে তিনি কাজ করছেন না। বর্তমানে দুটি সিনেমার কাজ হাতে আছে তার। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ নামের একটি সিনেমায় অভিনয় করছিলেন পূর্ণিমা। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ করেছেন। এখন ডাবিংয়ের অপেক্ষায় রয়েছেন পূর্ণিমা। কারিগরি কাজগুলো শেষ হলেই এটি মুক্তির প্রক্রিয়ায় আসবে বলে জানান তিনি। সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে সেটাও মাঝে মাঝে। পূর্ণিমা বলেন, ‘আমি কোনো উপলক্ষ ছাড়া নাটকে অভিনয় করি না। এ মাধ্যমে যে কাজ একবারেই বন্ধ করে দিয়েছি, তা কিন্তু নয়। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই নাটকে আবারো অভিনয় করব।’
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। এর মধ্যে কাজ শেষ করেছেন অমিতাভ রেজা পরিচালিত ‘মুন্সিগীরী’ ওয়েব সিরিজের। গোয়েন্দাভিত্তিক এ সিরিজে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে। সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী। এই অভিনেত্রী বলেন, ‘সংখ্যায় বেশি বেশি কাজ করতে চাই না। মানসম্পন্ন কম কাজ করেও মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায়। এজন্যই বেছে বেছে কাজ করছি।’
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়