মানিলন্ডারিং মামলা : হাইকোর্টে জামিন পাননি এসপিসি ওয়ার্ল্ডের শারমিন

আগের সংবাদ

জাহাঙ্গীর আজীবন বহিষ্কার : আ.লীগের সভায় সিদ্ধান্ত, মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর > খালেদার টার্গেট আমি : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে। আমদানি বাড়ায় পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজির দাম কমেছে ৩-৫ টাকা করে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৩৫-৩৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ইসরাফিল হোসেন বলেন, গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে ৪০-৪৩ টাকায় পৌঁছে। ফলে মোকামে চাহিদা কমে গিয়েছিল। আমদানি ছিল নি¤œমুখী। তবে সম্প্রতি আবারো বন্দর দিয়ে পণ্যটির আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। তবে গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে আমদানি কমে পাঁচ ট্রাক নেমেছিল, সেখানে চলতি সপ্তাহে আমদানি বেড়েছে। গত মঙ্গলবার বন্দর দিয়ে ৩৯ ট্রাকে ১ হাজার ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও আমদানি অব্যাহত ছিল। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফলে আমদানিকারকরা দ্রুত যেন বন্দর থেকে পেঁয়াজ খালাস করে নিতে পারেন, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়