মানিলন্ডারিং মামলা : হাইকোর্টে জামিন পাননি এসপিসি ওয়ার্ল্ডের শারমিন

আগের সংবাদ

জাহাঙ্গীর আজীবন বহিষ্কার : আ.লীগের সভায় সিদ্ধান্ত, মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর > খালেদার টার্গেট আমি : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকা

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল বৃহস্পতিবার ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। জানা গেছে, কোম্পানিগুলোর ৪৮ লাখ ২ হাজার ৫৫৭টি শেয়ার ৮৮ বার হাত বদলের মাধ্যমে ২৯ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে আইসিবির।
দর হারানোর শীর্ষে কাট্টালি : সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৯টির বা ৪৬.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস কাট্টালি টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ টাকায়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাট্টালি টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মতিন স্পিনিংয়ের ৬.৭৯ শতাংশ, জুট স্পিনার্সের ৬.৫০ শতাংশ কমেছে। সায়হাম কটনের ৬.৪৩ শতাংশ, নাভানা সিএনজির ৬.১০ শতাংশ, আফতাব অটোর ৫.৮৮ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.২৬ শতাংশ, এমজেএলবিডির ৫.১০ শতাংশ, সালভো কেমিক্যালের ৫.০৩ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪.৬৯ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়