মানিলন্ডারিং মামলা : হাইকোর্টে জামিন পাননি এসপিসি ওয়ার্ল্ডের শারমিন

আগের সংবাদ

জাহাঙ্গীর আজীবন বহিষ্কার : আ.লীগের সভায় সিদ্ধান্ত, মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর > খালেদার টার্গেট আমি : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

বেপজার প্রশংসায় দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন গতকাল ঢাকা ইপিজেড পরিদর্শন করেন। এ সময় ইপিজেডের উৎপাদনমুখী পরিবেশ এবং বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি, পিএসসি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বেপজা সর্বদা দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের ইপিজেডে সহজে ব্যবসা পরিচালনার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকে। বেপজা প্রধান ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরো বেশি দক্ষিণ কোরীয় বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। রাষ্ট্রদূত ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরীয় বিনিয়োগ বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের জন্য বেপজাকে আশ্বাস প্রদান করেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউর রহমান ঢাকা ইপিজেড হাসপাতালে চক্ষুসংক্রান্ত রোগের চিকিৎসার জন্য স্থাপিত ‘কোইকা ভিশন সেন্টার’ উদ্বোধন করেন। বিনামূল্যে শ্রমিকদের চক্ষুসেবা প্রদানে এ ভিশন সেন্টার স্থাপন করে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)।
পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং বেপজা প্রধান কোরিয়ান তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ক্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঢাকারিয়া লিমিটেড পরিদর্শন করেন। ইপিজেডে বিদ্যমান শিল্পকারখানা দুটির সার্বিক কাজের পরিবেশ দেখে রাষ্ট্রদূত ভূয়সী প্রশংসা করেন। এ সময় ঢাকা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আব্দুস সোবহান তাদের সঙ্গে ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়