মানিলন্ডারিং মামলা : হাইকোর্টে জামিন পাননি এসপিসি ওয়ার্ল্ডের শারমিন

আগের সংবাদ

জাহাঙ্গীর আজীবন বহিষ্কার : আ.লীগের সভায় সিদ্ধান্ত, মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর > খালেদার টার্গেট আমি : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ডাম্পিং স্টেশন নির্মাণ : উলিপুরে ক্ষতিগ্রস্ত ১১ জমির মালিক পেলেন চেক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম : উলিপুর পৌরসভার আবর্জনা ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত তিন একর জমি হুকুম দখলের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম হুকুম দখলকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ৯১ লাখ ৬২ হাজার ৯৪২ টাকার চেক ১১ জন জমির মালিকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিঠু, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, এলএও গোলাম ফেরদৌস, অতিরিক্ত ভূমি কর্মকর্তা আ ন ম জাহিদুল ইসলাম, কানুনগো জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নাওডাঙ্গা মৌজায় হুকুম দখলকৃত তিন একর জমির উপর আধুনিক প্রযুক্তিনির্ভর আবর্জনা ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। এতে আর্থিক সহায়তা দিচ্ছে দাতা সংস্থা জাইকা। ডাম্পিং স্টেশনটি নির্মাণ হলে উলিপুর পৌরসভার আবর্জনা নিক্ষেপ করার একটি নির্দিষ্ট স্থান তৈরি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়