মানিলন্ডারিং মামলা : হাইকোর্টে জামিন পাননি এসপিসি ওয়ার্ল্ডের শারমিন

আগের সংবাদ

জাহাঙ্গীর আজীবন বহিষ্কার : আ.লীগের সভায় সিদ্ধান্ত, মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর > খালেদার টার্গেট আমি : প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ঈশ্বরদীতে তালবীজ রোপণ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘বজ্রপাত নিরোধে তালবীজ রোপণ করি, শেখ হাসিনার উদ্যোগকে সফল করি’ এই স্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধকল্পে ৮০ কিলোমিটার রেল লাইনের ধারে ১০ হাজার তালবৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর সীমান্তবর্তী এলাকা মাঝগ্রাম রেলওয়ে জংশন স্টেশনে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. শাহীদুল ইসলাম। পাকশী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) আশীষ কুমার মণ্ডল, সংকেত ও টেলিযোগ কর্মকর্তা রাজিব বিল্লাহ, বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, কাজের ঠিকাদার মোস্তাাফিজুর রহমান লিটন প্রমুখ। প্রধান অতিথি শাহীদুল ইসলাম বলেন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের বিকল্প নেই। বজ্রপাত নিরোধে ঈশ্বরদী-মাঝগ্রাম-ঢালারচর রেলস্টেশন পর্যন্ত ৮০ কিলোমিটার রেল লাইনের দুই ধারে ১০ হাজার তালবীজ রোপণ করা হবে। উদ্বোধনী দিনে দুই শতাধিক গাছ রোপণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়