জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল : দুই ভাগিনার বিবাদে প্রাণ গেল মামার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে গত মঙ্গলবার রাতে ভাগিনার ছুরিকাঘাতে মাহমুদ মিয়া (৩০) নামে মামা নিহত হয়েছেন। দুই ভাগিনার বিবাদ মেটাতে গিয়ে তিনি ছুরিকাঘাতে প্রাণ হারান। নিহত মাহমুদ মিয়া সৈয়দটুলা দক্ষিণ পাড়া এলাকার কালা মিয়ার ছেলে। এ ঘটনায় ভাগিনা আলমগীর মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে আলমগীর ও তার ভাই আনোয়ার এর মধ্যে মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। খবর পেয়ে তাদের মাহমুদ মিয়া সেখানে যান। এ সময় উত্তেজিত আলমগীর মাহমুদকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। রাত ১২টায় ঢাকা মেডিকেল হাসপাতালে মাহমুদের মৃত্যু হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়