জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

ফুলগাজী : বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে নাশকতার মামলায় বিএনপি নেতা মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হানিফ আহমেদ মজুমদার ওরফে বাবুকে (৪৭) গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে ইউনিয়নের উত্তর আনন্দপুরে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হানিফ আহমেদ মজুমদার বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে মুন্সীরহাট ইউপির চেয়ারম্যান ছিলেন তিনি। ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে হানিফ ব্যক্তিগত কাজে ঢাকা থেকে বাড়িতে আসেন।
তখন বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এএসআই সঞ্জয় ভট্টাচার্য, আবদুল হান্নান ও এমরান হোসেন অভিযান চালিয়ে হানিফকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতাসহ তিন মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়