জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

গল্পটি অর্জনের!

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : এ গল্প সব প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার। গল্পটি অর্জনের। সংকটময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফলতার শিখরে পৌঁছানোর গল্প। রাস্তায় রাস্তায় বিভিন্ন পণ্য বিক্রি করা সেই ব্যক্তি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি ব্যবস্থাপনা ও প্রযুক্তি পরামর্শদাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি শ্রীধর বেভারা। বড় ভাইয়ের স্মরণে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন তিনি। জীবনে অনেক কষ্ট ও উত্থানপতন দেখে আসা বেভারার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা ছিলেন তার ওই ভাই। শ্রীধর বেভারার জীবন নানা প্রতিকূলতায় পূর্ণ। বহুবার দিকে দিকে বাঁক নিয়েছে তার জীবন। কিন্তু থেমে থাকেননি ভারতের অন্ধ্রপ্রদেশে জন্ম নেয়া এই তরুণ উদ্যোক্তা। বাড়িতে কাজের চাপ আর কঠিন পরিস্থিতির কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। কিন্তু নিজের দৃঢ়সংকল্প থেকে সরে আসেননি শ্রীধর। ১৯৯৮ সালের মার্চে স্নাতক শেষ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়