জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

খোয়া পদক ৩৮ বছর পর ফেরত

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভিয়েতনাম যুদ্ধে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ সাহসিকতার পদক ‘পার্পেল হার্ট’ পেয়েছিলেন গুস আলব্রিটন। তার কাছে তিনটি পার্পেল হার্ট পদক ছিল। এর মধ্যে একটি হারিয়ে যায়। সেটাও ১৯৮৩ সালের কথা। ওই ঘটনার পর ৩৮ বছর পেরিয়ে গেছে। ওই সময়ের তরুণ গুস আলব্রিটনের বয়স এখন ৭১ বছর। প্রায় চার দশক পর এসে সম্প্রতি হারানো ওই পদক ফিরে পেয়েছেন তিনি। বিচিত্র এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল গত শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে। তখন তিনি ফ্লোরিডায় বসবাস করতেন। এখন গুস জর্জিয়ার ডাবলিনে বসবাস করছেন। পদক চুরির ঘটনা পুলিশকে জানিয়েছিলেন গুস আলব্রিটন। তবে সেটির খোঁজ পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। চলতি বছর হঠাৎ করেই হারানো সেই পদক ফিরে পেয়েছেন তিনি। জেমি বাথ নামের একজন তাকে ফোন করে জানান, হারিয়ে যাওয়া ওই পদক তার কাছে আছে। পরে ডাকযোগে পদকটি ফেরত পাঠান জেমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়