জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

ইসলামপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেয়ার অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুর উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পলবান্ধা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান কমলের প্রচারণায় বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর বিরুদ্ধে। আরো অভিযোগ উঠেছে, নৌকা প্রার্থীর লোকজনের হাতে মরধরের শিকার হতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের। ভুক্তভোগী প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। করেছেন সংবাদ সম্মেলনও। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদৎ হোসেন স্বাধীন। নির্বাচনী প্রচার কাজে বাধা দেয়ায় গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন পলবান্ধা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার আনারস প্রতীকের প্রচারণা কাজে বাধা এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী শাহাদৎ হোসেন স্বাধীন ও তার সাঙ্গোপাঙ্গরা। তারা বলেন, আমি যদি নির্বাচন থেকে সরে না দাঁড়াই তাহলে আমাকে খুন করে লাশ গুম করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হোসনে আরা বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। অভিযুক্ত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদৎ হোসেন স্বাধীন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমরা কাউকে প্রচারণায় বাধা দিচ্ছি না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়