তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

হোমনায় সংবাদ সম্মেলন : স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনার মার্কা) মো. হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে তার প্রতিদ্ব›দ্বী একজন চেয়ারম্যান প্রার্থী তাকে ষড়যন্ত্র করে নানাভাবে হেনস্তা করার অপপ্রয়াস চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন। গতকাল সোমবার দুলালপুর বাজারে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী হাবিব বলেন, আমি দীর্ঘদিন লন্ডনে থেকেছি। লন্ডনে থাকাকালীন এবং লন্ডন থেকে গত দুই বছর আগে দেশে এসে ইউনিয়নবাসীর সুখ-দুঃখে তাদের পাশে আছি। দুলালপুর ইউনিয়নবাসীর অনুরোধে এবার আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। যে সাড়া পাচ্ছি তাতে বলা যায় ইউনিয়নের শতকরা ৮৫ ভাগ ভোটারই আমাকে তাদের মূল্যবান ভোট দেবেন। আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ এক প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রবিবার রাতে দুলালপুর নদীর ঘাটে একটি ট্রলার থেকে পুলিশ কতগুলো দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই ট্রলারের মাঝি কালাকে দিয়ে প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, আমি নাকি নির্বাচনে সহিংসতা করার জন্য এগুলো এনেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কালা মাঝি আমার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর একজন চিহ্নিত কর্মী। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয় নাই। বিষয়টি নিয়ে তদন্ত করছি। ট্রলারের মাঝি কালাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়