তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

সৌমিত্রের প্রয়াণ দিবসে এদেশের ওটিটিতে নতুন চমক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস ছিল গতকাল ১৫ নভেম্বর। দিবসটি উপলক্ষে তার স্মৃতিচারণায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে এসেছে নতুন চমক।
এদিন উন্মোচিত হয়েছে তার অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘৭২ ঘণ্টা’র অফিশিয়াল পোস্টার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি চরকিতে মুক্তি পাবে ২৫ নভেম্বর।
স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি। প্রতি মাসে নতুন ছবি উপহার দেয়ার প্রতিশ্রæতি থেকেই এবার আসছে চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ‘৭২ ঘণ্টা’র ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই ছবিতে। এতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
সেই সঙ্গে আরো রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেককে।
চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে ছবিটি।
উল্লেখ্য, ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু সৌমিত্রের।
সত্যজিতের ১৪টি চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।
করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়