তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

সুপারহিরো চরিত্রগুলো বিরক্তিকর লাগে নির্মাতা স্কটের

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সুপারহিরো ছবির সমালোচনা করে এর আগে মন্তব্য করেছিলেন মার্টিন স্করসিস ও ফ্র্যাঞ্চাইজ ফোর্ড কপোলা। এই তালিকায় এবার যোগ হলো ‘গø্যাডিয়েটর’ নির্মাতা রিডলি স্কটের নাম। বললেন, সুপারহিরো চরিত্রগুলো তার কাছে বিরক্তিকর লাগে।
ডেডলাইনে দেয়া সাক্ষাৎকারে রিডলি স্কট কথা বলেছেন তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দ্য লাস্ট ডুয়েল’, ‘গুচি’ এবং ‘কিটব্যাগ’ প্রসঙ্গে।
সেই সঙ্গে মন্তব্য করেছেন সুপারহিরো ছবি নিয়ে। নির্মাতা বলেছেন, ‘সবসময়ই ভালো ছবি হয় চরিত্রনির্ভর। সুপারহিরো প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে আমি বলতে চাই, আমি ছুড়ে ফেলব অমন চরিত্র। তারা খুবই বিরক্তিকর। ছবিগুলোর স্ক্রিপ্টও ভালো হয় না।’
নির্মাতা আরো বলেন, ‘সুপারহিরো সিনেমাগুলো ভালো গল্পে তৈরি করে না কেন? শুধু স্পেশাল ইফেক্ট-নির্ভর এসব ছবি সবার কাছে বিরক্তিকর হয়ে উঠছে।’
তবে সব সুপারহিরোতেই বিরক্ত নন স্কট।
জানিয়েছেন, জোয়াকিন ফিনিক্সের ‘জোকার’ ভালো লেগেছে তার। এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন অভিনেতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়