তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রণোদনা বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ ও মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তায় কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। সোমবার সদর উপজেলা কৃষি অফিসে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মারুফ হোসেন, মনোয়ার হোসেন প্রমুখ। এ সময় ৬ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা দেয়া হয়।

নতুন ভবন উদ্বোধন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : চাটখিলের পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ‘সেসিপ প্রকল্পের’ আওতায় নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম। এই উপলক্ষে রবিবার সকালে স্কুল মাঠে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শেখ মো. শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যন মনোয়ার হোসেন, বিদ্যালয় দাতা সদস্য মিজানুর রহমান লিটন, প্রধান শিক্ষক আল বাকের। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক আবদুর রহিম।

গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ সোহেল শাহ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার হাঁটুভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত সোহেল শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া ফকিরপাড়া গ্রামের মৃত ফুলমিয়া শাহর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে গিয়ে তাকে আটক করে। এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। মির্জাপুরর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আইয়ুব খান জানান, গ্রেপ্তারকৃত সোহেলের নামে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রস্তুতি সভা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জেলা দলিল লেখক সমিতির সম্মেলন উপলক্ষে নাগরপুর উপজেলা দলিল লেখক সমিতি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মো. আতোয়ার রহমানের পরিচলনায় বক্তব্য রাখেন- জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ দলিল লেখক ও সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির মো. হুমায়ন রশিদ আকন্দ সোনা, দেলদুয়ার দলিল লেখক সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক প্রশিক্ষণ
কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শিশুদের কথা তুলে ধরবে শিশু এই সেøাগানকে সামানে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা। হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর উদ্যোগে ও ইউনিসেফের অর্থায়নে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ২১ জন ক্ষুদে সাংবাদিক অংশ নেয়। রবিবার বিকালে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিশু সাংবাদিকদের হাতে তুলে দেন সদন। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ও আদিবাসী নেতা পরিমল সিং বারাইক।

মাঠ দিবস
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়িতে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদনবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইড ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এবং ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে উড়িয়া ইউনিয়নের রতনপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা চত্বরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন, ইউপি সদস্য হায়দার আলী, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর প্রতিমা রানী চক্রবর্ত্তী, কৃষক সংগঠনের নেতা নাজমুল হাসান লাজু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়