তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

রাজবাড়ীতে আ.লীগ নেতা হত্যা মামলায় পাঁচজন গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাবেক চেয়ারম্যান ও চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফকে (৫৭) হত্যার একদিন পর তার স্ত্রী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তারের বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস। গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মৃত হাবিবুর রহমান হবির ছেলে মোর্শেদ (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে সীমান্ত (২৫), ঘিমোড়া গ্রামের হাসেম মোল্লার ছেলে মনির মোল্লা (৩৫), বার্থা গ্রামের আহন আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সী (৫৮) এবং বৃচাত্রা গ্রামের জুবায়েরের ছেলে জাকারিয়া (২৬)। মামলার অপর ৩ আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক হিরণ কুমার বিশ্বাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়