তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

নবান্ন উৎসব আজ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বছর ঘুরে আবার এসেছে নবান্ন উৎসব। আজ ১৬ নভেম্বর নবান্ন উৎসব-১৪২৮। বাংলার প্রকৃতি এখন হলুদ-সবুজে একাকার। নয়নাভিরাম অপরূপ এর রূপ। সোনালি ধানের প্রাচুর্য। আনন্দধারায় ভাসছে কৃষকের মন-প্রাণ। বাড়ির উঠানে নতুন ধানের মৌ মৌ সুগন্ধ।
নবান্ন উৎসব অনাদিকাল থেকে বাঙালির জীবনের অংশ। লোককথায় এদিনকে বলা হয়, বাৎসরিক মাঙ্গলিক দিন। এ সময় নানা ব্যঞ্জনে অন্নাহার, পিঠাপুলির উৎসবে আনন্দমুখর হয় জনপদ। মেয়েকে নাইয়র আনা হয় বাপের বাড়ি। নতুন ধানের ভাত মুখে দেয়ার আগে কোথাও কোথাও মিলাদ, মসজিদে শিরনি দেয়ার রেওয়াজ আছে। হিন্দু স¤প্রদায়ের কৃষকের ঘরে পূজার আয়োজন চলে ধুমধামে। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবই নবান্ন। সাধারণত অগ্রহায়ণে আমন ধান পাকার পর এ উৎসব করা হয়। কোথাও কোথাও মাঘেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে।
নবান্ন উৎসব হিন্দুদের একটি প্রাচীন প্রথা। হিন্দুশাস্ত্রে নবান্নের উল্লেখ ও কর্তব্য নির্দিষ্ট করা রয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী, নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন। এ কারণে হিন্দুরা পার্বণ বিধি অনুযায়ী নবান্নে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। শাস্ত্রমতে, নবান্নে শ্রাদ্ধ না করে নতুন অন্ন গ্রহণ করলে পাপের ভাগী হতে হয়। এক সময় অত্যন্ত সাড়ম্বরে নবান্ন উৎসব উদযাপন হতো।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রবীণ শিল্পী গাজী আব্দুল হাকিমের বাঁশি বাদনের মধ্য দিয়ে ‘নবান্ন উৎসব-১৪২৮’ এর শুভ সূচনা হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে জাতীয় শিল্পকলা একাডেমির কফি হাউস চত্বরের উন্মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়েছে।
এ উৎসবে একক সংগীত পরিবেশন করবেন বরেণ্যে শিল্পী ফাতেমাতুজ জোহরা, শাহীন সামাদ, আবুবকর সিদ্দীকী, বুলবুল মহলানবীশ, মহাদেব ঘোষ, মহিউদ্দিন ময়না, অনীমা রায়, সঞ্জয় কবিরাজ, আরিফ রহমান, নবনীতা যায়ীদ চৌধুরী, শ্রাবণী গুহ, ডা. মাহজবীন শাওলী, সুরাইয়া পারভীন, মারুফ হোসেন, দেবপ্রসাদ দা, অনিমেষ বাউলসহ অনেকে।
দলীয় সংগীত পরিবেশন করবে বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্ট (বাফা) উদীচী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি লেখকগোষ্ঠী, সমস্বর, উজান, পঞ্চায়েত, উত্তরা কালচারাল সোসাইটি।
একক আবৃত্তি পরিবেশন করবেন আহকাম উল্লাহ, রূপা চক্রবর্তী, রেজিনাওয়ালী লিনা, শাহাদাত হোসেন নিপু, মাসকুরে সাত্তার কল্লোল, বেলায়েত হোসেন, ফয়জুল আলম পাপ্পু, নায়লা তারান্নুম কাকলি, আহসান তমাল, আজিজুল বাসার মাসুম, রূপশ্রী চক্রবর্তী।  
সকাল ৮টা ৪০ মিনিটে নবান্ন কথন পর্বে উদ্বোধক হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আলোচক থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য দেবেন নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। সভাপতিত্ব করবেন নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সহসভাপতি মাহমুদ সেলিম। সঞ্চালনা করবেন নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সহসভাপতি সঙ্গীতা ইমাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়