তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গুদামে অগ্নিকাণ্ড
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি পাটের গুদামসহ ৩টি ঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীরা ধারণা করছেন। গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আ. ছালাম খান জানিয়েছেন।
জরিমানা আদায়
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোটরযান আইনে ১৭ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুল হাসান বালিয়াকান্দি শহরের চৌরঙ্গি মোড়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরযান আইনে ১৭ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
বীজ বিতরণ
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়িতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলন। এ সময় ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আকতার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথ, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়