তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

কুমিল্লায় পুরুষদের বোরকা পরিয়ে নাচালেন নারীপ্রার্থী

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদের এক নারী প্রার্থী পুরুষদের বোরকা পরিয়ে নির্বাচনী প্রচারণা ও নৃত্য করিয়েছেন। রবিবার রাত থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি সম্প্রতি ধারণ করা হলেও রবিবার রাত থেকে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা যায়, উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী মোছা. পুতুল বেগমের নির্বাচনী প্রচারণা থেকে ভিডিটি ধারণ করা হয়।
ভাইরাল ভিডিওতে খোরশেদ আলম নামে একজন কমেন্টে বলেন, কোনো সভ্য জাতি এ ধরনের কাজ করতে পারে না।
এ বিষয়ে সংরক্ষিত মহিলা প্রার্থী পুতুল বেগম জানান, ভোটারদের আনন্দ দেয়া ও তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রচারণায় এ আয়োজন করা হয়েছে।
পুতুল বলেন, বোরকা পরে তো আর মেয়েরা নাচবে না। এটা লজ্জার। তবে পুরুষদের দিয়ে সেটা করালে সমস্যা নেই। তাই পুরুষদের দিয়েই কাজটি করিয়েছি। এটা যেমন আনন্দের তেমনি আকর্ষণীয়। সবাই খুব মজা পাইছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর কুমিল্লা বরুড়া উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়