‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

১০০ বিলিয়ন ডলার ছাড়াল চীন-ভারত বাণিজ্য

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : লাদাখ সীমান্তের সামরিক অচলাবস্থা কাটেনি। একে অন্যের বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিয়ে চলেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশ দুটির মধ্যে যুদ্ধের সম্ভাবনা ও পরিণতি নিয়ে নানা হিসাব-নিকাশে ব্যস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও এর মধ্যেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চীন ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য। চলতি বছরের প্রথম ১০ মাসেই (জানুয়ারি-অক্টোবর) প্রথমবারের মতো ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলারের মাইলফলক অতিক্রম করেছে দুই দেশের বাণিজ্য।
বিরোধের মধ্যেও দুই দেশের মধ্যকার বাণিজ্যের এ ঊর্ধ্বগতিতে খুব একটা অবাক হচ্ছেন না পর্যবেক্ষকরা। চীন-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার চলতি বছরই ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে আগে থেকেই পূর্বাভাস দিয়ে রেখেছিলেন তারা। তাদের ভাষ্যমতে, দুই দেশেরই জনসংখ্যা শত কোটির বেশি। বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে চীনের অবস্থান সর্বোচ্চে। দ্বিতীয় অবস্থানে ভারত।
ক্রমপ্রসারমাণ অর্থনীতির ২টি দেশই একে অন্যের জন্য বাজার হিসেবে অত্যন্ত আকর্ষণীয়। যদিও এ বাজার সম্প্রসারণের প্রতিযোগিতায় এখন পর্যন্ত চীনই এগিয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়