‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

সিয়েরা লিওনে ট্যাংকার বিস্ফোরণে মৃত বেড়ে ১৪৪

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে সপ্তাহ দেড়েক আগে তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। গত শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে এ সংখ্যাটি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সেদিনের বিস্ফোরণে ১১৫ জনের মৃত্যু ঘটেছে বলে আগে ধারণা করা হয়েছিল।
ফ্রিটাউনের শহরতলীতে তেলের ট্যাংকারটি বিস্ফোরিত হওয়ার আগে একটি লরির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। ওই সংঘর্ষের পর ট্যাংকারের ফুটো দিয়ে বের হওয়া তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়া অনেকে ওই বিস্ফোরণে হতাহতের তালিকায় আছেন বলে জানা গেছে।
সিয়েরা লিওনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে ৫৭ জনকে এখনো সেদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়