‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

সবার ভাবনায় মিরপুরের উইকেট : করোনা পরীক্ষায় উত্তীর্ণ পাকিস্তান আজ অনুশীলনে নামছে

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শামসুজ্জামান শামস : বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা পাকিস্তান টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে অংশ নিতে ঢাকায় অবস্থান করছে। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের মোকাবিলা করবে পাকিস্তান। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। পরে ৪ ডিসেম্বর ঢাকায় হবে শেষ টেস্ট ম্যাচ। ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ মানেই ঘুরেফিরে আলোচনায় উইকেটের চরিত্র। সেটি যদি মিরপুর হয়, তবে ওই আলোচনা যেন বেড়ে যায় বহুগুণ। পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ৪টিই অনুষ্ঠিত হবে মিরপুরে। মিরপুরের মন্থর উইকেটের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে কুপোকাত করেছে টাইগাররা। বাংলাদেশ দলের বিশ্বকাপে ভরাডুবির জন্য ক্রিকেট বিশ্লেষকরা স্লো উইকেটে খেলে প্রস্তুতি নেয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এবার বিশ্বকাপে টাইগাররা ৮ ম্যাচের ৬টিতে হেরেছে। প্রথম রাউন্ডের ৩ ম্যাচের প্রথমটিতে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা জাগলেও পরের ম্যাচে ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে মূলপর্বে জায়গা করে নেয়। সুপার টুয়েলভে টাইগাররা ৫ ম্যাচে হেরে সমর্থকদের হতাশ করেছে। ব্যর্থতার বৃত্ত ভেঙে লাল-সবুজের প্রতিনিধিরা পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াবে এটাই সমর্থকদের প্রত্যাশা।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা কেমন করবে তা নিয়ে বেশ কয়েক দিন ধরে নানা জল্পনা-কল্পনা চলছে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে আর বাংলাদেশের অবস্থান অষ্টম। বিশ্বকাপে অংশ নেয়ার আগে টাইগারদের র‌্যাঙ্কিং ছিল ৬। বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করায় দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থান নিয়ে দেশে ফিরেছে মোস্তাফিজ-সৌম্যরা। বিশ্বকাপে টাইগারদের বিধ্বস্ত হওয়ার পেছনে উইকেটকে দায়ী করেছেন অনেকে। তাদের ধারণা সেøা উইকেটে খেলায় এ পরিণতি। গতকাল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের উইকেট নিয়ে ভোরের কাগজের সঙ্গে কথা বলেছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহেবার হোসেন অপি। আজ থেকে মিরপুরে অনুশীলনে শুরু করবে পাকিস্তান। ১৩ নভেম্বর টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে ২০১৫ সালের পর ঢাকায় পা রাখে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। করোনা নেগেটিভ হওয়ায় আজ থেকে জিমে যেতে, হোটেলের পুল সেশনে সময় কাটানো এবং অনুশীলনে যোগ দিতে পারবেন। অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক আগামীকাল মঙ্গলবার ঢাকায় দলের সেঙ্গ যোগ দিবেন। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়ে গতকাল ভোরের কাগজের সঙ্গে একান্ত আলাপচারিতায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি বলেন, দল হিসেবে টাইগাররা এত খারাপ দল নয়। বিশ্বকাপে খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ঘরের মাঠে লাল-সবুজের প্রতিনিধিরা পাকিস্তানকে হারানোর ক্ষমতা রাখে। সেøা উইকেট নয় আমার প্রত্যাশা স্পোর্টিং উইকেট। ভবিষ্যতের কথা ভেবেই স্পোর্টিং উইকেট বানানো উচিত। দলে পরিবর্তন সম্পর্কে জাতীয় দলের এ সাবেক ক্রিকেটার জানান, দলে পরিবর্তন আনার আগে আমাদের ভাবতে হবে দলে কতজন খেলোয়াড় রয়েছে। আমাদের রিজার্ভ বেঞ্চ বড় নয়। আমাদের খেলোয়াড় আছে ২৫-২৭ জন। কেউ যদি বিশ্রাম নিতে চায়। সেই ক্ষেত্রে নতুনদের সুযোগ দেয়া যেতে পারে। দলটি যেহেতু পাকিস্তান তাই জয়ের কথা ভেবে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করাই ভালো।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেবার টাইগারদের সঙ্গে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল সফরকারীরা। সেই সফরে টেস্ট সিরিজ জিতলেও সাদা বলের ম্যাচগুলোতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলও এসেছিল টাইগারদের পক্ষে। তবে এবার বাংলাদেশ সফরে কোনো ওয়ানডে সিরিজ খেলবে না পাকিস্তান। তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে বাবর-শোয়েবরা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ভোরের কাগজকে বলেন, পাকিস্তান শক্তিশালী দল। এদের বিপক্ষে সিরিজ জিততে অবশ্যই সেøা উইকেট দরকার। বাংলাদেশ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে।
ভবিষ্যতের কথা ভেবে স্পোর্টিং উইকেট বানানো প্রসঙ্গে সাবেক এ ক্রিকেটার বলেন, আগে বর্তমান তারপর ভবিষ্যৎ। বর্তমান না থাকলে ভবিষ্যৎ আসবে কীভাবে? পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ পাবে টাইগাররা।
টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ বাদেও বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর আগামী ৪-৮ ডিসেম্বর ফের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে দুই দল পরস্পরের মুখোমুখি হবে। টেস্ট ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন। এর আগে গত মৌসুমে নবম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত যাত্রার আগে তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগাররা জয় পায় ৩-২ ব্যবধানে। এবার মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর ভাবনায় পাকিস্তান বধ।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়