‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

বিএসএমএমইউতে ৫৬৪তম কিডনি প্রতিস্থাপন সম্পন্ন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পুরোদমে এগিয়ে চলছে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম। ইতোমধ্যে ৫৬৪তম সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
করোনাসহ নানা কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোগীদের জীবন বাঁচাতে বর্তমানে পুনরায় এই কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়েছে। বুধবার ২৩ বছর বয়সি মো. আবু হেনা শিশির নামে রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করেন বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ, মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত চিকিৎসক টিম।
কিডনি দান করেছেন রোগীর মা ৪০ বছর বয়সি শারমিন আকতার। বর্তমানে কিডনি গ্রহীতা ও কিডনিদাতা উভয়েই সুস্থ আছেন। এটা ছিল ৫৬৪তম সফল কিডনি প্রতিস্থাপন।
এই বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে সাড়ে ৫ শতাধিক রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়