‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

বামনায় স্মার্টকার্র্ড বিতরণ শুরু

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বামনা (বরগুনা) প্রতিনিধি : দ্বীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বামনায় শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। জেলা নির্বাচন অফিস বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর।
গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকারের সভাপতিত্বে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হালদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, প্রেস ক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলালসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন নেতারা। এ সময় প্রধান অতিথির হাত থেকে ২০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে স্মার্টকার্ডগুলো বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়