‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

ঢাকা সিএমএইচ : ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল রবিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন কনসালট্যান্ট ফিজিসিয়ান জেনারেল মেজর জেনারেল মোহা. আজিজুল ইসলাম। সম্মিলিত সামরিক হাসপাতালের কমাডান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী, চিফ ফিজিসিয়ান ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনেয়ারুল কবীরসহ অনেক চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের মেডিক্যাল এসিস্ট্যান্ট এতে অংশ নেন। আইএসপিআর।
র‌্যালিটি হাসপাতালের মূল সড়ক প্রদক্ষিণ শেষে অপারেশন থিয়েটার কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত এক আলোচনায় কনসালট্যান্ট ফিজিসিয়ান জেনারেল ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত শরীরচর্চা বিশেষ করে ঘাম ঝরিয়ে হাঁটার ওপর গুরুত্ব দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়