‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

ঈশ্বরদীতে তিন বিদ্রোহীকে বহিষ্কার করল আ.লীগ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বহিষ্কার হলেন আওয়ামী লীগের বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ল²ীকুণ্ডা ইউনিয়নের বিদ্রোহী আনিস মোল্লা, সাহাপুর ইউনিয়নের এখলাক হোসেন বাবু এবং সাড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী। উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব বিশ্বাস জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিন ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলের সব পর্যায়ের পদ ও পদবী থেকে এই বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেয়ার জন্য নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়