‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর বিরুদ্ধে চার্জশিট

আগের সংবাদ

চমক থাকছে টাইগার স্কোয়াডে ; মিরপুরে পতাকা উড়িয়ে পাকিস্তানের অনুশীলন

পরের সংবাদ

আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি : ঠাকুরগাঁও

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চলছে আমন ধান কাটার মহোৎসব। নতুন ধানকে ঘিরে এখন ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। আমনের এবার বাম্পার ফলন হওয়ায় বুকভরা স্বপ্ন বুনছেন জেলার কৃষকরা। প্রতিটি ক্ষেত যেন সোনালি রংয়ের চাদর দ্বারা আবৃত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্র ছিল ১ লাখ ৩৭ হাজার ২৫ হেক্টর জ?মিতে। আবাদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার বিপরীতে এ মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে ২৯০ হেক্টর বেশি জমিতে।
জেলার বিভিন্ন উপজেলা গিয়ে দেখা যায়, ঘরে ধান তুলতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন আমনচাষিরা। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে হাজার টাকায়। চলতি মাসের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কৃষক আব্দুল্লাহ হক বলেন, এবার ৫ একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বাজারে ন্যায্যমূল্য পেলে ধানের ভর্তুকি দিতে হবে না। বেগুনবাড়ী ইউনিয়নের নতুনপাড়া গ্রামের প্রান্তিক কৃষক মমিন বলেন, ২ বিঘা জমিতে সুমন স্বর্ণ চাষ করেছি। এখনো ধান বাড়ি আনিনি। খরচ বাদ দিয়ে ২ বিঘায় ১০ থেকে ১৫ হাজার টাকার মতো লাভ হবে বলে আশা করছি। পাশের নারগুন ইউনিয়নের সেন্টারহাট গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, প্রতি বিঘা আমনের জমি চাষাবাদে ১০-১২ হাজার টাকা ব্যয় হয়েছে, আশা করছি বিঘায় ২০-২২ মণ ধান পাব।
স্থানীয় কৃষি উপসহকারী আলী হোসেন বলেন, গত কয়েক বছর ধরে স্থানীয় জাতের ধানের আবাদ কমে উফশী জাতের আবাদ বেড়েছে। বেশি ফলন হওয়ায় কৃষকদের হাইব্রিড ও উফশীতে আগ্রহ। এসব ধানে এবারো বাম্পার ফলন হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর আমনের ভালো ফলন হয়েছে। কারণ আমনে তেমন সেচের প্রয়োজন হয় না, সার কম খরচ হয়। তাছাড়া লক্ষ্যমাত্রার চেয়েও ফলন বেশি হয়েছে।
বাজারেও ধানের দাম ভালো। এমন দাম পেলে আগামীতে ধান চাষে এ অঞ্চলের কৃষকরা আরো উৎসাহ পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়