কক্সবাজার : জহিরুল হত্যার ঘটনায় শিবির নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

‘ভয়কে জয়’ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা

পরের সংবাদ

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ : বেতন কমিশন গঠনের দাবি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সচিবালয়ের মতো পদবি পরিবর্তনসহ অবিলম্বে বেতন কমিশন গঠন, মহার্ঘ্য ভাতা প্রদান, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানিয়েছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত দাবি আদায় পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধ আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বানও জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, তথ্য অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির সাবেক মহাসচিব এম এ আউয়াল, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, ১১-২০তম গ্রেড চাকরিজীবী ফোরামের সভাপতি লুৎফর রহমান, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের মহাসচিব আমজাদ আলী খান প্রমুখ।
, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল খায়ের মজুমদার, গণযোগাযোগ অধিদপ্তর কর্মচারী সমিতির সাবেক সভাপতি কুতুব উদ্দিন সেলিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়