কক্সবাজার : জহিরুল হত্যার ঘটনায় শিবির নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

‘ভয়কে জয়’ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা

পরের সংবাদ

ছয় বছর পর ঢাকায় পাকিস্তান : টাইগার দল ঘোষণা ১৬ নভেম্বর

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের ভেন্যু থেকে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। গতকাল সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৪ জন আপাতত এসেছে। দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। তারা দুজন ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে আসবেন। এদিকে ২০১৫ সালের পর ছয় বছর পর ঢাকায় পা রাখল পাকিস্তান।
অন্যদিকে শুক্রবার রাতে বাংলাদেশে এসে গতকাল শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে গতকাল থেকে। ১২-১৩ জন ক্রিকেটারকে নিয়ে চলে অনুশীলন।
বৃষ্টির কারণে গতকাল আউটডোরে কোনো অনুশীলন হয়নি। ইনডোরেই চলেছে পুরো কার্যক্রম। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে গত সপ্তাহে কাজ করেছেন। ডমিঙ্গো গতকাল প্রথমবার তাদের দেখেছেন। দুয়েক জনকে নিয়ে বেশ উচ্ছ¡াসও প্রকাশ করেছেন তিনি। অনুশীলনের পর বিসিবির কয়েকজন পরিচালক, নির্বাচক ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেছিলেন কোচ। পাকিস্তান সিরিজের দল নিয়েই তাদের আলোচনা চলে। গত সপ্তাহের শেষদিকে নির্বাচকরাও দল নিয়ে বৈঠকে বসেছিলেন। তখনো দল চূড়ান্ত করতে পারেননি। আকরাম খান গতকাল জানান, ১৬ নভেম্বর জাতীয় দল ঘোষণা করবেন নির্বাচকরা।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেবার টাইগারদের সঙ্গে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল সফরকারীরা। সেই সফরে টেস্ট সিরিজ জিতলেও সাদা বলের ম্যাচগুলোতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলও এসেছিল টাইগারদের পক্ষে। তবে এবার বাংলাদেশ সফরে কোনো ওয়ানডে সিরিজ খেলবে না পাকিস্তান। তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে সফরকারীরা। বাংলাদেশ সফরে এসে বেশ ফুরফুরে মেজাজে আছেন আসিফ আলী-শাহিন আফ্রিদিরা। তাছাড়া ঢাকায় পৌঁছে একটি সুখবর পেয়েছেন তারা। এখানে কঠিন কোয়ারেন্টাইনে থাকতে হবে না ফখর জামান, হায়দার আলী ও হারিস রউফদের। গতকাল সকালে বিমানবন্দর থেকে সরাসরি পাকিস্তান দল হোটেল সোনারগাঁওয়ের চলে গেছে। বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে করোনা মহামারি শুরুর পর ক্রিকেটে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টাইন করতে হচ্ছে না। শুধু কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট হাতে পেলে স্বাভাবিক চলাফেরা করতেও কোনো বাধা থাকবে না শাহিন আফ্রিদি-আসিফ আলীদের। এছাড়া বাংলাদেশ সফরের জন্য গত সোমবার ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজ বাদে বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জনই আছেন দলে। যুক্ত হচ্ছেন ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি। টেস্ট স্কোয়াড কিছুদিনের মধ্যেই ঘোষণা করতে পারে পিসিবি।
এদিকে আজ থেকে অনুশীলন শুরু করার কথা আছে বাংলাদেশ দলের। ইতোমধ্যে টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, রঙ্গনা হেরাথ, ওটিস গিবসন, অ্যাশওয়েল প্রিন্স, রায়ান কুকরা গত পরশু ঢাকায় ফিরেছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ নভেম্বর দুই দল আবার পরস্পরের মুখোমুখি হবে। একদিন বিরতি দিয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ২২ নভেম্বর পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ বাদেও বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর আগামী ৪-৮ ডিসেম্বর ফের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে দুই দল পরস্পরের মুখোমুখি হবে। টেস্ট ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন। এর আগে গত মৌসুমে নবম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত যাত্রার আগে তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগাররা জয় পায় ৩-২ ব্যবধানে। এবার মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর ভাবনায় পাকিস্তান বধ। আগামী ১৯ নভেম্বর শুরু হবে দুই দলের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়