কক্সবাজার : জহিরুল হত্যার ঘটনায় শিবির নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

‘ভয়কে জয়’ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা

পরের সংবাদ

কুড়িগ্রামে গণ প্রকৌশল দিবস ও আইডিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের জেলা পরিষদ সুপার মার্কেটে আইডিবি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আইডিবির জেলা নির্বাহী কমিটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. নুরে আলম, আইডিইবি রংপুর অঞ্চলের সহসভাপতি মো. মাহবুবার রহমান, জেলা আইডিবির সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা প্রমুখ। পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে শেখ রাসেল অডিটোরিয়ামে মিলিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়